হাত পা কেটে যাওয়ার ক্ষেত্রে
- ১. রক্তপাত বন্ধ করার চেষ্টা করতে হবে। টানা ২০-৩০ মিনিট চাপ দিয়ে ধরলে রক্ত জমাট বেঁধে রক্তপাত বন্ধ হয়ে যাবে।
- ২. ক্ষত স্থানটি জীবাণুমুক্ত ও পরিষ্কার করতে হবে।
- ৩. কাটা স্থানটি উঁচু করে ধরতে হবে এবং চাইলে এক টুকরো বরফ পেচিয়ে ধরতে পারেন।
- ৪. কাটা স্থানটি পরিষ্কার করার পর অ্যান্টিবায়োটিক মলম লাগান।
- ৫. এগুলো হাতের কাছে না পেলে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন।
- ৬. জীবাণুমুক্ত গজ দিয়ে বেঁধে ফেলুন।
- ৭. ধাতব কোন কিছু দিয়ে কেটে গেলে টিটেনাস ইনজেকশন দিতে হবে।
- ৮. ব্যথার জন্য ব্যথানাশক ঔষধ যেমন প্যারাসিটামল সেবন করতে পারেন।
- ৯. গভীর ক্ষত হলে সঠিক চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিন।