কুকুরের কামড়ের প্রাথমিক চিকিৎসা
- ১. রোগীকে আশ্বস্ত করতে হবে।
- ২. প্রচুর পরিমাণ পানি এবং অ্যান্টিবায়োটিক সাবান দিয়ে ক্ষতস্থান ১৫ মিনিট ধরে ধুয়ে ফেলতে হবে।
- ৩. রক্ত আসলে ক্ষতস্থানে চাপ প্রয়োগ করতে হবে।
- ৪. অ্যান্টিবায়োটিক মলম দিতে হবে।
- ৫. ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিতে হবে।
- ৬. যতটা সম্ভব ক্ষতস্থান কে উঁচু করে রাখতে হবে।
- ৭. ক্ষতস্থানে গবোর, নাইট্রিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, চুন দেওয়া যাবে না।
- ৮. ক্ষতস্থান পোড়ানো বা শোষণ করা যাবে না।
- ৯. টিটেনাস ও জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
- ১০. যদি ক্ষত গভীর হয়, মারাত্মক মাংস ছিঁড়ে যায়, অনেক রক্তপাত হয় তাহলে ক্ষতস্থান চেপে ধরে ডাক্তারের কাছে যেতে হবে।