আগুন লাগলে যা যা করণীয়:
বিচলিত বা আতঙ্কগ্রস্ত হবেন না।
নিজের উপস্থিতি বুদ্ধি কাজে লাগান।
মেন সুইচ ও চুলা বন্ধ করুন।
ফায়ার সার্ভিসে খবর দিন।
জরুরী প্রয়োজনে ৯৯৯ কল দিন।
প্রচুর পরিমাণে পানি, কাঁথা, কম্বল বা বস্তা ব্যবহার করুন।
Fire Extinguisher ব্যবহার করুন।
ভেজা কাপড় ও রুমাল দিয়ে নাক মুখ ঢেকুন।
দ্রুত নিরাপদ স্থানে সরে আসুন।
অন্যদেরকে সাহায্য করুন।